আমুড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি করোনায় আক্রান্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২৭, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন



আমুড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদরুল হক। আজ শুক্রবার (২৬ জুন) নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ট্রোল ডিজিজ মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ রহমান।

তিনি বলেন, ‘গত ১৬ জুন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ শুক্রবার তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি এখন বাড়িতে আইসোলেসনে রয়েছেন।’

এফএম/এনপি-১০