ওসমানীনগর প্রতিনিধি
জুন ২১, ২০২০
০৬:১০ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২০
০৬:১০ অপরাহ্ন
করোনায় আক্রান্ত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও সাংসদ মোকাব্বির খাঁনসহ বিশ্বের সকল মানব জাতির করোনাভাইরাসে থেকে মুক্তির জন্যে ওসমানী নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তাজপুর হরিপুর শিব মন্দিরে শনিবার (২০ জুন) এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহিলা পরিষদ ও ছাত্রযুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসমানীনগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে শুরুতে গীতা পাঠ করেন মহিলা ঐক্য পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিপা দাস।
সমবেত প্রার্থনা শেষে ওসমানী নগর ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বর্নির সঞ্চালনায় অন্যানের মধ্যে আলোচনা সভায় বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চয়ন পাল, যুগ্ম সম্পাদক অশোক দেব, সাংগঠনিক সম্পাদক সুব্রত দেব, প্রচার সম্পাদক রিপন নাগ, দপ্তর সম্পাদক পান্না দেব, সমাজ সেবা সুজিত দেব, ঐক্য পরিষদের মহিলা সম্পাদক সীমা কর, মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতিকা চৌধুরী, যুগ্ম সম্পাদক উমা পাল, ছাত্র-যুব ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সহসভাপতি রুপক দেব, তাজপুর ইউপি শাখার সহসভাপতি অজিত দেব, সদস্য টুলটুল দেব ও প্রিয়া দেব প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক সুজিত চক্রবর্তী, নিখিল সরকার, সুবিনয় বৈদ্য, বিশিষ্ট ব্যবসায়ী রবীন্দ্র পাল, সমাজ সেবক বিধু ভুষন ধর, দশহাল হাজী ইদ্রিস আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত কুমার দাশ, কেন্দ্রীয় সহকারী শিক্ষক সমিতির (প্রাথমিক) সাধারণ সম্পাদক অজিত পাল, এনজিও কর্মকর্তা নিতাই চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক সুবোধ দেবনাথ, ঐক্য পরিষদ নেতা বিপ্লব গোস্বামী, শংকর সেন, মলয় দেব, জীবন বণিক, তাপস দেব প্রমুখ।
ইউডি/বিএ-০৫