দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ১৯, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজলোর পাগলা বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাগলা বাজারের মিজান ফার্মেসি, জয় মেডিকেল হল ও দিগন্ত অটো রাইস মিলকে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি না মানায় এ অভিযান মোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার এএসআই সমীরণ চন্দ্র দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী।
এসটি/আরআর-১৫