তাহিরপুর প্রতিনিধি
জুন ১৯, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন
নিজাম উদ্দিন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট (উত্তর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন (৫০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই জেলা শ্রমিকলীগের আহ্বায়ক সেলিম আহমদ।
জানা যায়, শারিরীক অবস্থা সন্দেহজনক হলে গত মঙ্গলবার (১৬ জুন) সুনামগঞ্জ সদর হাসপাতালে তাঁর নমুনা দেওয়া হয়। নমুনার ফলাফলে গতকাল বুধবার (১৭ জুন) তাঁর করোনা পজিটিভ আসে।
সেলিম আহমদ জানান, করোনা পজিটিভ হলেও আপাতত তিনি সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন।
এএইচ/আরআর-০৩