গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ১৭, ২০২০
০৯:২৩ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
০৯:২৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আহাদের পিতা বাঘা পরগনা বাজার উত্তর কান্দিগাও গ্রামের আলাউদ্দিন (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর সোয়া ২টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ এশা পরগনা বাজার শাহী ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাঘা মাদরাসার সায়খুল হাদিস হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস। পরে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আহাদের পিতার ইন্তেকালে প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এফএম/আরসি-০২