সিলেট সদর উপজেলায় কৃষকদের প্রশিক্ষণ প্রদান

সিলেট মিরর ডেস্ক


জুন ১৭, ২০২০
১২:১৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
১২:১৯ পূর্বাহ্ন



সিলেট সদর উপজেলায় কৃষকদের প্রশিক্ষণ প্রদান

মাঠ পর্যায়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণের অংশ হিসাবে সিলেট সদর উপজেলার কৃষকদের একদিনের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এছাড়া ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহারের  কার্যক্রম পরিদর্শন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট সদর উপজেলা এ প্রশিক্ষণের আয়োজন করে। বৃহস্পতিবার দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার ১০টি সি,আই,জি গ্রুপের ৫০ জন নেতৃস্থানীয় কৃষক প্রতিনিধি এবং এক্সপোজার ভিজিটর দল সরেজমিনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট ফেজ এর আওতায় এগ্রিকালচার ইনোভেশন ফাগু ২০১৯-২০ অর্থবছর-এর অর্থায়নে স্থাপিত খালপার সি,আ,জি-র ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ব্যবহার ও বিপণন প্রকল্পে পরিদর্শন করেন। 

এতে প্রধান অথিতি ছিলেন সিলেট সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শিরিন আক্তার। উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দ্বীপেশ তালুকদার, খালপার সি,আই,জির সভাপতি জিয়াউল ইসলাম, খালপার সি,আই,জির সাধারণ  সম্পাদক সৈয়দুর রহমান, ডা. তায়েফ আহমদ, হাজী লিয়াকত আলী, দুলাল আহমদ প্রমুখ।

কর্মশালায় ভার্মি কম্পোজ সার উৎপাদন,সেচ পদ্ধতিতে সবজি চাষ, আধুনিক পদ্ধতিতে আদা, হলুদ, বারি মিস্টি আলু চারা সংরক্ষণ,পিয়াজ উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে মাঠ পর্যায়ের কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। 

এএন/০৭