সিলেট মিরর ডেস্ক
জুন ১৬, ২০২০
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
১২:২২ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় বলেন, কামরানের মৃত্যুতে সিলেটবাসী একজন রাজনৈতিক অঙ্গনের অভিভাবকতুল্য ব্যক্তিকে হারাল। গণমানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এই জনপ্রতিনিধির শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। সিলেট প্রেসক্লাবের উন্নয়নে বদর উদ্দিন আহমদ কামরানের ভ‚মিকা স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ, মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এএন/০৮