সিলেট মিরর ডেস্ক
জুন ১২, ২০২০
০৮:৫৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ১২, ২০২০
০৮:৫৬ পূর্বাহ্ন
বর্ষার প্রভাবে মাসজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, বর্ষার মৌসুম শুরু হয়ে গেছে। মৌসুমের প্রভাব সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ও ঢাকার পূর্বপাশে অবস্থান করছে। ধীরে ধীরে এটি সারা দেশে ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে আরও দুই থেকে চারদিন সময় লাগতে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, ‘কালবৈশাখী ঝড়ের সময় শেষ হয়ে গেছে। ফলে আগামী বছরের আগে আপাতত ঝড়ের কোনো সম্ভাবনা দেখছি না। তবে এখন যে স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে সেটি আগামী আরও দুই দিন চলবে। রবিবার (১৪ জুন) রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ’
আফতাব উদ্দীন বলেন, দেশে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা ক্রমশ হ্রাস পাচ্ছে। এতে ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে। তবে প্রাথমিক অবস্থায় দেশের কিছু কিছু জায়গায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ‘চলতি মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।’
জেএসএস-০২/এনপি-১৫