সিলেট মিরর ডেস্ক
জুন ১২, ২০২০
০৩:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ১২, ২০২০
০৪:০৪ পূর্বাহ্ন
জাতীয় সংসদে প্রস্তাবিত দেশের ৪৯তম বাজেটকে গণকল্যাণমুখী ও সময়োপযোগী বলে জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মো. সুয়েব।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন মডেল হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য রয়েছেসরকারের, এই বাজেটে তারই প্রতিফলন পাওয়া যাবে। ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় বাজেটে মোট আকার দেওয়া হয়েছে ৫ লক্ষ ৬৮ কোটি টাকা, যা জিডিপি’র ১৭.৯ শতাংশ। বাজেটে প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৮.২ শতাংশ যা বর্তমান সরকারের জীবনমান পরিবর্তনমুখী মনোভাবের বহিঃপ্রকাশ।
বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ও বিস্তৃতির ফলে সব দেশেই অর্থনৈতিক প্রেক্ষাপট ও চাহিদা বদলে গেছে, যা আমাদের দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রায় দুই মাস ধরে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা, বৃহত্তর জনগোষ্ঠীর লকডাউনে থাকা, ক্ষুদ্র ব্যবসায়ী, পেশাজীবী ও শ্রমিক এবং প্রান্তিক চাষীদের কর্মহীন হয়ে পড়ার প্রেক্ষাপটে এবারের বাজেটে কর্মসংস্থান, শিল্প ও কৃষি খাতে উৎপাদন, সার্ভিস সেক্টর সচল করাসহ দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিসঞ্চার করার মতো উপাদান সংযুক্ত করা হয়েছে। যা খুবই সময়োপযোগী বলে উল্লেখ করেন চেম্বার সভাপতি।
আরসি-১১/