আর্থিকভাবে দুর্বল হচ্ছেন নিম্ন আয়ের মানুষ

সিলেট মিরর ডেস্ক


জুন ১১, ২০২০
০৭:০৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ১১, ২০২০
০৭:০৮ পূর্বাহ্ন



আর্থিকভাবে দুর্বল হচ্ছেন নিম্ন আয়ের মানুষ
বাড়ছে সামাজিক অশান্তি

বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে নিম্ন আয়ের মানুষদের মধ্যে শতকরা ৬২ ভাগ কর্মহীন হয়ে পড়েছেন এবং তাদের আয় কমেছে শতকরা ৭৬ ভাগ। ঢাকায় এক জুম সম্মেলনে প্রকাশিত ব্র্যাকের র‍্যাপিড পারসেপশন সার্ভে বা চটজলদি ধারণা জরিপে ওই চিত্রই ফুটে উঠেছে।

বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মীরা দেশের বিভিন্ন অঞ্চল ও পেশার ২,৩১৭ ব্যক্তির ওপর এ জরিপ পরিচালানা করেন। শতকরা ৭৯ ভাগের সঙ্গে ফোনে এবং ২১ ভাগের সঙ্গে মুখোমুখি আলোচনার ভিত্তিতে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ  রিপোর্টটি তৈরি করা হয়েছে। প্রায় ২৮ ভাগ উত্তরদাতা বলেছেন, করোনা তাদেরকে আর্থিকভাবে নিষ্ক্রিয় করে ফেলেছে। এছাড়া ৫১ ভাগ বলেছেন, করোনায় তাদের পরিবারের আয় শূণ্যে নেমে গেছে। 

গত মঙ্গলবার (৯জুন) প্রকাশিত ব্র্যাকের জরিপ প্রতিবেদন অনুযায়ী, করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ ছিল অপ্রতুল। শতকরা মাত্র ১৪ ভাগ উত্তরদাতা বলেছেন, তারা সরকারি ত্রাণ পেয়েছেন কিন্তু ৬৯ ভাগই বলেছেন, তারা কোন ত্রাণ পাননি। ত্রাণ না পাওয়ার হার শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি। গ্রামের ৭২ ভাগ উত্তরদাতা এবং শহরের ৬২ ভাগ বলেছেন তারা ত্রাণ পাননি।

ব্র্যাক জরীপে অংশ নেয়া ৬৬ ভাগ উত্তরদাতা আশা প্রকাশ করেছেন যে, অভাবের সময় সরকার তাদেরকে খাদ্য সহায়তা দেবে। তারা নগদ অর্থ বিতরণ, লকডাউন সম্প্রসারণ এবং প্রতি জেলায় টেস্ট এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার  দাবী করেছেন।

বাড়ছে সামাজিক অশান্তি

ব্র্যাক জরিপে আরো ফুটে উঠেছে যে, করোনাকালে দেশে নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা বেড়েছে । প্রায় ১১ ভাগ উত্তরদাতা বলেছেন যে, নারীর বিরুদ্ধে সহিংসতা বেড়ে গেছে। অবশ্য শতকরা ৫৮ ভাগই বলেছেন যে, নারীর বিরুদ্ধে এই সহিংসতার মূলে রয়েছে করোনাকালে দারিদ্র্য বৃদ্ধি পাওয়ার কারণ।

তবে ব্র্যাক রিপোর্ট একটা কৌতূহল উদ্দীপক তথ্যও দিয়েছে। ১০ ভাগ নারীর তুলনায় শতকরা ১২ ভাগ পুরুষ বলেছেন, একটানা ঘরে আটকে থাকা, কর্মহীন থাকা এবং হাতে টাকা না থাকার কারণে  তারাও তাদের পরিবারে নির্দয় আচরণের শিকার হয়েছেন।

জেএসএস/এনপি-০৭