নতুন আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ ৪র্থ

সিলেট মিরর ডেস্ক


জুন ১০, ২০২০
০৮:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
০৮:৫৭ পূর্বাহ্ন



নতুন আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ ৪র্থ

নভেল করোনাভাইরাসে নতুন আক্রান্তের দিক থেকে বিশ্ব তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া। সেখানে নতুন রোগীর সংখ্যা ৮,৫৯৫। আর ৪,৬৪৬ নতুন রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান। ৩,২৮৮ নতুন রোগী শণাক্ত হয়েছে তৃতীয় স্থানে থাকা সৌদি আরবে। চতুর্থ সর্বোচ্চ ৩,১৭১ জন নতুন রোগী পাওয়া গেছে বাংলাদেশে। এরপর ২,৯৯৯ নতুন রোগী নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মেক্সিকো।

এদিকে করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি নিয়ে শুরু থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ তালিকায় বাংলাদেশ কুড়িতম স্থান থেকে উনিশতম স্থানে উঠে এসেছে।

তালিকায় ১৯তম স্থান থেকে ২০তম স্থানে নেমে এসেছে মধ্য প্রাচ্যের দেশ কাতার। সোমবার পর্যন্ত ৭০ হাজার ১৫৮ জন আক্রান্ত নিয়ে ১৯তম স্থানে ছিল কাতার। ঠিক এর নিচে থাকা বাংলাদেশে আক্রান্ত ছিল ৬৮ হাজার ৫০৪ জন।

মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম। মঙ্গলবার পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে। ৩৬ জন বেশি মৃত্যু নিয়ে বাংলাদেশের ওপরে আছে ফিলিপাইন।

সবশেষ তথ্যানুযায়ী দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ২১.৬২ শতাংশ; মৃত্যুর হার ১.৩৬ শতাংশ এবং সুস্থতার হার ২১.৪০ শতাংশ।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৬ হাজার। দেশ হিসেবে আক্রান্ত-মৃত্যুর উভয় তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।

আর উপমহাদেশের দেশগুলোর মধ্যে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে ভারত। দুই লাখ ৬৭ হাজার আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে আছে দেশটি। প্রায় সাড়ে ৭ হাজার মৃত্যু নিয়ে এই তালিকায় তাদের অবস্থান দ্বাদশতম।

জেএসএস/এনপি-০৭