দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ০৬, ২০২০
০৬:৪৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
০৬:৪৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দু’জনই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত।
এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে একজন উপজেলা মৎস্য অফিসের কর্মী (২৭) এবং অপরজন এলজিইডি অফিসের মাঠকর্মী (২২)।
গত বুধবার (৩ জুন) করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। আজ শুক্রবার তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সিলেট মিররকে বলেন, আপাতত নতুন আক্রান্তদের তাদের নিজেদের বাসস্থানে আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে তাদের হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে।
এসটি/আরআর-১৩