দোয়ারাবাজার প্রতিনিধি
                        জুন ০১, ২০২০
                        
                        ১১:০১ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুন ০১, ২০২০
                        
                        ১১:০১ অপরাহ্ন
                             	
                        
            
    দিয়া মজুমদার এবারের এসএসসি পরীক্ষায় সিলেট ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ (গোল্ডেন) পেয়েছে। সে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারের বাসিন্দা ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের
সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার বসু এবং শিক্ষিকা অপর্ণা রায় মজুমদার অপুর দ্বিতীয় কন্যা।
দিয়া ভবিষ্যতে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশুনার ইচ্ছা প্রকাশ করেছে। সে সকলের দোয়া ও আর্শিবাদ প্রত্যাশী।
এইচএইচ/বিএ-১১