সিলেট মিরর ডেস্ক
জুন ০১, ২০২০
০৯:৩৩ অপরাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
০৯:৩৩ অপরাহ্ন
বলিউডের অন্যতম সংগীত পরিচালক ও গায়ক ওয়াজিদ খান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার রাতে ৪২ বছর বয়সে তিনি মারা যান বলে এক খবরে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি কয়েক বছর ধরে কিডনির জটিলতায় আক্রান্তও ছিলেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বলিউডের পরিচিত সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদের ইতি ঘটল; জুটি বেঁধে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দেন তারা। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন বলিউড তারকারা।
প্রিয়াঙ্কা চোপড়া টুইটারে লেখেন, সব সময় মনে পড়বে ওয়াজিদ ভাইয়ের প্রাণখোলা হাসি। সব সময়ে হাসিমুখে থাকতেন, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। গভীর সমবেদনা রইল তার পরিবারের প্রতি। আমার ভাবনায় ও প্রার্থনায় সব সময়ে থাকবেন।
সালমান খানের ‘প্যার কিয়া তো ডরনা কেয়া’ (১৯৯৮) চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে অভিষেক হয় সাজিদ-ওয়াজিদের।
বেশ কয়েকটি চলচ্চিত্রের সংগীত পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন ওয়াজিদ। তার কণ্ঠে ‘হুড় হুড় দাবাং’, ‘ফেভিকল সে’ অথবা ‘চিন্তা তা চিতা চিতা’ গানগুলো শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।
বিএ-০৭