সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ১৯ মাসের শিশুসহ জৈন্তাপুরে আরও ৭ জনের করোনা শনাক্ত

জৈন্তাপুর প্রতিনিধি


জুন ০১, ২০২০
১১:৫০ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
১১:৫০ পূর্বাহ্ন



সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ১৯ মাসের শিশুসহ জৈন্তাপুরে আরও ৭ জনের করোনা শনাক্ত
মোট আক্রান্ত ২৫ জন, সুস্থ্য ১, মৃত্যু ১

জৈন্তাপুরে সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ১৯ মাসের এক শিশুসহ নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার আমিনুল হক।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে জৈন্তাপুর ইউপি সচিবের স্ত্রী, নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের এক মহিলা, ১৯ মাসের এক শিশু, জৈন্তিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী, চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের একজন, দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া গ্রামের একজন,  দরবস্ত ইউনিয়নের পাকড়ী গ্রামের ও সংবাদিক একজন রয়েছেন।

এনিয়ে জৈন্তাপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২৫ জন, তার মধ্যে ১ জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন একজন।

যত দিন গড়িয়ে যাচ্ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এদিকে আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে সচেতন নাগরিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

আরকেএস/বিএ-০৩