সিলেট মিরর ডেস্ক
জুন ০১, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ০১, ২০২০
০১:০৯ পূর্বাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৬৫০ জন মারা গেলেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ৫৪৫ জন শনাক্ত হয়েছেন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন।
আর এই সময়ে দেশের ৫২টি পরীক্ষাগারে ১১ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৪৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জনে।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর একদিনে এত বেশি রোগী আর কোনোদিন শনাক্ত হয়নি। ১৮ মার্চ প্রথম মৃত্যুর পর আর কোনোদিন একদিনে এত বেশি মৃত্যুও বাংলাদেশকে দেখতে হয়নি। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন। সব মিলে এ পর্যন্ত মোট ৯ হাজার ৭৮১ জন সুস্থ হয়ে উঠলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতান রোববার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং নারী ৭ জন ।
শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।
বিএ-১৫