করোনায় সাবেক সচিবের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জুন ০১, ২০২০
১২:৩১ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন



করোনায় সাবেক সচিবের মৃত্যু

করেনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সচিব এম বজলুল করিম চৌধুরী।

ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা ১২টায় তার মৃত্যু হয় বলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানিয়েছেন। 

জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ দিন ধরে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন বজলুল করিম। শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েকদিন তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। আজ দুপুরে তিনি মারা যান।

ঢাকা বিভাগীয় কমিশনার থাকাকালে চাকরির মেয়াদ শেষ হওয়ার একদিন আগে ২০১৮ সালের ১৫ এপ্রিল বজলুল করিম চৌধুরীকে সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। সে কারণে কোনো দপ্তরে সচিব হিসেবে তাকে পদায়ন করা হয়নি।

বিসিএস সপ্তম ব্যাচের কর্মকর্তা বজলুল করিম ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। রাজবাড়ী সদরের ধুনচি উপজেলায় জন্ম নেওয়া এই সরকারি কর্মকর্তা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

এছাড়া টাঙ্গাইলের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বেও ছিলেন বিভিন্ন সময়ে।

বিএ-১৪