সিলেট মিরর ডেস্ক
মে ৩১, ২০২০
১১:২৬ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
১১:২৬ অপরাহ্ন
পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তারা আক্রান্ত হোক সেটা চাই না। তাই আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। পরিস্থিতি বুঝে, করোনাভাইরাস থেকে উত্তরণ ঘটলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।
রবিবার সকালে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, করোনার প্রাদুর্ভাব রোধে বিশ্বে সবচেয়ে বড় প্রণোদনা দিয়েছে বাংলাদেশ। শুধু নিজের ভালো থাকা না, দেশের ও দেশের মানুষকে ভালো রাখতে চাই, যেটা আমার কর্তব্য।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু নিজের না, মানুষের কথা চিন্তা করো। আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারা সুযোগ পেলে অনেক কিছু করতে পারবে। তাদের সুযোগ করে দিতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। আজকের শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই, তাই এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো না। এই সময়টা কাজে লাগাও। আত্মবিশ্বাস রাখো।
বিএ-১০