জিয়ার মৃত্যুবার্ষিকীতে নগর কৃষক দলের খাদ্য বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ৩১, ২০২০
০৮:০৪ পূর্বাহ্ন


আপডেট : মে ৩১, ২০২০
০৮:০৪ পূর্বাহ্ন



জিয়ার মৃত্যুবার্ষিকীতে নগর কৃষক দলের খাদ্য বিতরণ

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর কৃষক দলের উদ্যোগে দোয়া ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) সিলেট নগরের আম্বরখানা এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘শহীদ

প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের জন্য একজন ক্ষনজন্মা পুরুষ। জিয়াউর রহমানের জন্ম না হলে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেতাম কি না সন্দেহ ছিল। 

তিনি বলেন, জিয়াউর রহমানের অপর নাম স্বাধীনতা, জিয়াউর রহমান মানে বাংলাদেশ, জিয়াউর রহমানের আদর্শ হল বহুদলীয় গণতন্ত্র, স্বণির্ভর বাংলাদেশ। জিয়াউর রহমানের আদর্শকে সম্মুনত করেই আমাদের এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশে পূূণরাায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

এসময় বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, মহানগর কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান পুতুলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা সালমান আহমদ।

সিলেট মহানগর কৃষক দলের সদস্য সচিব মারুফ আহমদ টিপুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হোসেন আহমদ রুহুলের পরিচালনায় দোয়া ও খাদ্য বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সোহেল আহমদ, আব্দুল আজিজ, ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক শাকিলুর রহমান শাকিল, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন টিটু, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান পাবেল, জেলা ছাত্রদলের সহসভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য কাওসার হোসেন রকি, শাওন আহমদ, জাবের আহমদ জিমান, রিফাত আহমদ প্রমুখ।

বিএ-১৭