একদিনে শনাক্ত ২০২৯, মৃত্যু ১৫

সিলেট মিরর ডেস্ক


মে ২৯, ২০২০
১২:৪০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন



একদিনে শনাক্ত ২০২৯, মৃত্যু ১৫

বাংলাদেশে এক দিনে রেকর্ড ২০২৯ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর আর কখনও এক দিনে এত রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ৪০ হাজার ৩২১ জন। 

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন। এরমধ্যে ১১ জন পুরুষ ও চারজন নারী। এ পর্যন্ত বাংলাদেশে মোট মারা গেছেন ৫৫৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে সুস্থ হয়েছেন ৫শ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন। নাসিমা সুলতানা জানান, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

এনপি-১২