সিলেট মিরর ডেস্ক
মে ২৭, ২০২০
১২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্ত বাংলাদেশে শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২১ জনের। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৫২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।
নাসিমা সুলতানা জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৭ হাজার ৫৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত ২৪ ঘণ্টায় ৫৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন নাসিমা সুলতানা। এই সময়ে নতুন করে ১৮২ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। মোট আইসোলেশনে আছেন ৪ হাজার ৭৭০ জন।
এনপি-১৪