সিলেট মিরর ডেস্ক
মে ২৫, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন
আপডেট : মে ২৫, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন
বাংলাদেশে এক দিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর আর কখনও এক দিনে এত রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট ৪৮০ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩২ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ৩৩ হাজার ৬১০ জন রোগী শনাক্ত করা হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ রবিবার (২৪ মে) দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত ৪১৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় ৪৭টি ল্যাবে ৯ হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৮ হাজার ৯০৮টি নমুনা। এ পর্যন্ত সারাদেশে পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩টি নমুন।
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ২০ দশমিক ৫ শতাংশ রোগী সুস্থ হয়েছেন। এই সময়ে ১ দশমিক ৪৩ শতাংশ রোগী মারা গেছেন বলে অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছে। ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯৪ জন। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৪৪৬ জন।
এনপি-১৬