চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ

সিলেট মিরর ডেস্ক


মে ২৪, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
০৬:২৮ পূর্বাহ্ন



চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ

সারাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রবিববার (২৪ মে) চাঁদ ওঠার ভিত্তিতে সোমবার (২৫ মে) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৩ মে) বায়তুল মুকাররম মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির কাছে দেশের ৬৪ জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, ধর্ম মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত হন বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। তবে রাত ৮টা পর্যন্ত তাদের কাছে ৬৪ জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি।

দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে জাতীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার নাগরিকরা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ তথ্য জানাতে পারবেন।

এদিকে শনিবার (২৩ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রবিবার (২৪ মে) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশকয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। 

বিএ-১৯