করোনায় মারা গেলেন আরও ১ পুলিশ সদস্য, মোট মৃত্যু ১২

সিলেট মিরর ডেস্ক


মে ২৪, ২০২০
০৪:১৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
০৪:১৭ পূর্বাহ্ন



করোনায় মারা গেলেন আরও ১ পুলিশ সদস্য, মোট মৃত্যু ১২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এক উপপরিদর্শকের(এসআই) মৃত্যু হয়েছে।

মারা যাওয়া এসআইয়ের নাম মো. মোশাররফ হোসেন শেখ (৫৬)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার (২২ মে) রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে আজ পর্যন্ত সারা দেশে ১২জন পুলিশ সদস্যের করোনায় মৃত্যু হলো। 

পুলিশ সদর দপ্তর জানায়, মো. মোশাররফ হোসেন শেখ পাবনা জেলার সুজানগর থানার নূরউদ্দিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। মো. মোশাররফ হোসেন শেখের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বেনজীর আহমেদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

এনএইচ/বিএ-১৩