কেন্দ্রীয় ঔষধাগারে নতুন পরিচালক

সিলেট মিরর ডেস্ক


মে ২৩, ২০২০
০৯:৫২ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৯:৫২ অপরাহ্ন



কেন্দ্রীয় ঔষধাগারে নতুন পরিচালক

করোনাভাইরাস (কোভিড১৯) সংক্রমণের মধ্যে চিকিৎসকদের মাস্ক সরবরাহ নিয়ে আলোচনায় থাকা কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল শুক্রবার (২২ মে) বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে সিএমিএসডি’র পরিচালক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অপরদিকে সিএমএসডির পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এনপি-০৭