অসহায় শিশুদের জন্য ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সিলেট মিরর ডেস্ক


মে ২৩, ২০২০
০২:১১ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৩:৪৭ অপরাহ্ন



অসহায় শিশুদের জন্য ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নিম্ন আয়ের পরিবারের গরীব অসহায় শিশুদের জন্য ঈদের নতুন বস্ত্র বিতরন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। 

শুক্রবার বিকেলে সিলেট নগরের ২২ নম্বর ওয়ার্ডের শাহজালাল উপশহর এলাকায় এগুলো বিতরণ করা হয়। এছাড়া সিলেটে নগরের বিভিন্ন এলাকায় প্রায় ২০০ শিশুর কাছে ছাত্রদলের সৌজন্যে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল, ছাত্রনেতা আদনান আহমদ চৌধুরী, মুকিত তুহিন, সুলতান চৌধুরী, সবুজ আহমদ, ইমাদ আহমদ, আশিক আহমদ, ইমাম মো. জহির, আশরাফুল আলম মাহি, তরিকুল আমিন নাহিন, দেলোয়ার হোসেন, প্রশান্ত দ্বীপ প্রমুখ।

আরসি-০৫