করোনায় এস আলম গ্রপের পরিচালকের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


মে ২৩, ২০২০
১০:১৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৩:৪৬ অপরাহ্ন



করোনায় এস আলম গ্রপের পরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। শুক্রবার (২২ মে) রাত ১০ টা ৫০ মিনিটে কোভিড-১৯ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই। তিনিসহ তাদের পরিবারের আরও পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সাইফুল আলম মাসুদ সুস্থ আছেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, ষাটোর্ধ্ব মোরশেদুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার হার্টে রিং বসানো ছিল। ভর্তির পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র- আইসিইউতে রাখা হয়। সেখানেই মৃত্যু হয় তার।

পাঁচ দিন আগে গত ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই ও একই পরিবারের এক নারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

আরসি-০৪