নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন
আপডেট : মে ২৩, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন
করেনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশে এক দিনে রেকর্ড ২৪ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে আরও ১৬৯৪ জনের। দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর আর কখনও এত রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৩০ হাজার ২০৫ জন। মারা গেলেন ৪৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন এবং পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় হাজার ১৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ শুক্রবার (২২ মে) দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, মারা যাওয়া ২৪ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৭১ থেকে ৮০ বছরের মাধ্যে দুই জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।
নাসিমা সুলতানা জানান, মৃতু্যবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন করে। ২৪ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে মারা গেছেন আট জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নুমনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯৯৩টি, আর পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭২৭টি। মোট ৪৭টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
বিএ-০৩