সিলেট মিরর ডেস্ক
মে ২২, ২০২০
০৩:২২ পূর্বাহ্ন
আপডেট : মে ২২, ২০২০
০৩:২২ পূর্বাহ্ন
এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩১ মে প্রকাশ করা হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবলিক এই পরীক্ষার ফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।
বৃহস্পতিবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এসএসসির ফল প্রকাশের তারিখ নিশ্চিত করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ মে এই ফল প্রকাশ করা হবে।