সিলেট মিরর ডেস্ক
মে ২২, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : মে ২২, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন
গোপনে বহন করা হচ্ছিল এই ১৩ জনকে। যাচ্ছিলেন রংপুরের দিকে। কিন্তু গন্তব্যে আর যাওয়া হলো না তাদের। পথেই প্রাণ গেল তাদের।
জানা যায়, রড বোঝাই ওই ট্রাকটিতে ত্রিপল দিয়ে ঢেকে গোপনে তারা গন্তব্যে রওয়ানা দেন। ঢাকা দিনাজপুর মহাসড়কের পলাশবাড়ী এলাকায় লোহার রড বোঝাই ট্রাক উল্টে শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। ট্রাকের উপরে বিভিন্ন শ্রেণীর ওই মানুষগুলো ঢাকা থেকে রংপুরের দিকে ফিরছিল।
ভোরের দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুর নামক স্থানের জুনদহে রড বোঝাই ট্রাকটি উল্টে যায়। সকালে পুলিশ ট্রাক এবং রডগুলো সরাতে গিয়ে ত্রিপল দিয়ে ঢাকা ১৩ জনের লাশ চাপা পড়া অবস্থায় দেখতে পায়।