সিলেট মিরর ডেস্ক
মে ২১, ২০২০
০৪:০৬ পূর্বাহ্ন
আপডেট : মে ২১, ২০২০
০৬:২০ পূর্বাহ্ন
সুপার সাইক্লোন আম্পানের অগ্রভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আঘাত হানতে শুরু করেছে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বুধবার (২০ মে) বিকাল ৪টা থেকে ঘূর্ণিঝড় আম্পানের অগ্রভাগ সাতক্ষীরা-সুন্দরবন উপকূলে প্রবেশ করেছে। এটা ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে।’
জুলফিকার আলী রিপন বলেন, ‘সাতক্ষীরা শহরে বিকাল ৫টা থেকে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে ঝড়োবাতাস বইছে। ৫২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে ভারতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আম্পান আঘাত হেনেছে।’
বিএ-১২