গোলাপগঞ্জে করোনা আক্রান্ত ৩ জনের সংস্পর্শে আসা ২৯ জনের নমুনা সংগ্রহ

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ২১, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে করোনা আক্রান্ত ৩ জনের সংস্পর্শে আসা ২৯ জনের নমুনা সংগ্রহ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌরসভার টিকরবাড়ি ও বাদেপাশা ইউপির আছিরগঞ্জ গ্রামের করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন ও ডা. শাহনেওয়াজ রহমানের নেতৃত্বে দুইটি মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহের জন্য তাদের গ্রাম পৌরসভার টিকরবাড়ি ও বাদেপাশা ইউপির আছিরগঞ্জে যান তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, শনাক্ত হওয়া তিন জন রোগীর সংস্পর্শে যারা এসেছিলেন এমন ২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তারা সংক্রমিত হয়েছেন কি-না।

উল্লেখ্য গতকাল পৌরসভার টিকরবাড়ি ও বাদেপাশা ইউপির আছিরগঞ্জ গ্রামের করোনা  সনাক্ত হওয়া তিন জন পৌরসভার টিকরবাড়ি গ্রামের আক্রান্ত প্রথম সনাক্ত রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছিলেন। এদিকে গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ জন এবং এর মধ্যে ২ জন সুস্থ হয়েছেন।

এফএম/বিএ-১০