সিলেট মিরর ডেস্ক
মে ১৯, ২০২০
১১:২৪ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
১১:২৪ অপরাহ্ন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
আইনজীবী সূত্র জানায়, ওই বিচারপতির সামান্য জ্বর ও কাশি দেখা দেওয়ার পর ১১ মে তাঁর করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ মে তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৬ মে তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
এনপি-০৭