সিলেট মিরর ডেস্ক
মে ১৯, ২০২০
০১:৪৪ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০১:৪৪ অপরাহ্ন
দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাগর লোহানী।
সাগর লোহানী জানান, রবিবার (১৭ মে) সকালে ফুসফুস ও কিডনির জটিলতা দেখা দিলে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
তিনি বলেন, বাবার ফুসফুস ও কিডনিতে সমস্যা অনেক দিন ধরে। গত ২ মাস ধরে লকডাউনে বাবার ট্রিটমেন্ট হচ্ছে না। হাসপাতালে নিতেও পারছিলাম না। গত ৫-৬ দিন ধরে অবস্থা বেশ গুরুতর হয়। আমরা টেলিফোন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে রেখেই চিকিৎসা করাছিলাম। কিন্তু অবস্থা বেশ গুরুতর হয়ে পড়লে রবিবার সকালে বাবাকে হাসপাতালে ভর্তি করাই। অবস্থা বেশ কমপ্লিকেটেড।
ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন ৮৬ বছর বয়সী প্রবীণ এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
বিএ-০৫