দেশের ১৩৯ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মে ১৯, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মে ১৯, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন



দেশের ১৩৯ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত

করোনা মহামারিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কভিড- ১৯ আক্রান্ত হয়েছেন ৫৫টি সংবাদ মাধ্যমের ১৩৯ জন গণমাধ্যমকর্মী। সংগৃহীত তথ্য অনুযায়ী আজ সোমবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত পরিসংখ্যান এটি। গত এক সপ্তাহে আক্রান্তের হয়েছে ৩৮ জন। গত সোমবার পর্যন্ত আক্রান্ত ছিলেন দেশের ৪৭টি গণমাধ্যমের ১০১ জন গণমাধ্যম কর্মী। আক্রান্তদের মধ্যে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।

‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ নামের সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ সংবাদকর্মীদের কভিড-১৯ আক্রান্ত হওয়ার তথ্য সংরক্ষণ করছে। করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদেরকেই কেবল এই হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।

সংগৃহীত তথ্য অনুসারে, ইন্ডিপেন্ডেন্ট টিভির ৭ জন, যমুনা টিভির ৩ জন, দীপ্ত টিভির ৭জন, এটিএন নিউজের ১ জন, আমাদের নতুন সময়ের ৩ জন, একাত্তর টিভির ৬জন, বাংলাদেশের খবরের ১ জন, সংগ্রামের ১ জন, মাছরাঙা টিভির ১ জন, নারায়নগঞ্জের শীতলক্ষ্যার ১জন, রেডিও টুডের ১ জন, ভোরের কাগজের ১জন, চ্যানেল আই এর ১ জন, প্রথম আলোর ২ জন, আলোকিত বাংলাদেশের ১জন, নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের ১জন, আজকালের খবরের ১জন, নিউজ পোর্টাল বিবার্তার একজন, ইনকিলাবের একজন, জনতার ৩ জন, কালের কণ্ঠের একজন, এনটিভির ১৯জন, আমার বার্তার একজন, আরটিভির ৪ জন, বাংলাভিশনের একজন, এসএ টিভির ৪ জন, সময়ের আলোর আট জন, যশোরের লোকসমাজের একজন, প্রতিদিনের সংবাদের একজন, নতুন সময় টিভির (আইপিটিভি) একজন, দেশরূপান্তরের ১জন, রেডিও আমারের ১ জন, ইত্তেফাকের ১৮ জন, দেশ টিভির একজন, বিটিভির একজন, ডিবিসি নিউজ এর ১ জন, মানবজমিনের ১জন, এটিএন বাংলার, সময় টিভির ৬ জন, ডেইলি সানের ২ জন, যায়যায়দিনের ১ জন, ঢাকা ট্রিবিউনের ২ জন, বাংলা ট্রিবিউনের ১ জন, একুশে টিভির ২ জন, চ্যানেল ২৪ এর ৪ জন, ডেইলি স্টারের ১ জন, বার্তা সংস্থা ইউএনবির একজন, নিউজ পোর্টাল বার্তা২৪ এর ১জন, এশিয়ান টেলিভিশনের ১ জন, চট্টগ্রামের নিউজ পোর্টাল সিভয়েস২৪ডটকমের ১ জন, নিউ ন্যাশনের ১ জন, রেডিও ধ্বনির ১ জন, নিউজ পোর্টাল ঢাকা টাইমসের একজন, বাংলাদেশ প্রতিদিনের ২ জন ও আমাদের অর্থনীতির ১ জন সংবাদকর্মী আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত হয়ে একজন এবং করোনার উপসর্গ নিয়ে দুইজন সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। 

এনএইচ/বিএ-১৬