একদিনে রেকর্ড ১৬০২ জন শনাক্ত, মৃত্যু ২১ জনের

সিলেট মিরর ডেস্ক


মে ১৯, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১৯, ২০২০
১০:০১ পূর্বাহ্ন



একদিনে রেকর্ড ১৬০২ জন শনাক্ত, মৃত্যু ২১ জনের

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে এক দিনে রেকর্ড ১ হাজার ৬০২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুও হয়েছে রেকর্ড ২১ জনের। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর গত সোয়া দুই মাসে আর কখনও এক দিনে এত নতুন রোগী শনাক্ত হয়নি। এত রোগীর মৃত্যুও হয়নি। 

গত শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছিল। এ সময়ে হাসপাতালগুলোতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মারা গিয়েছিলেন ১৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ সোমবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬০২ জনকে শনাক্ত করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা হলো ২৩ হাজার ৮৭০। ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত মোট মারা গেলেন ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে সিলেট বিভাগের একজন রয়েছেন।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৪ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সারাদেশে ১ লাখ ৮৫ হাজার ১৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা। তিনি জাানান, শনাক্ত বিবেচনায় বাংলাদেশে সুস্থতার হার ১৯ দশমিক ২১ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।  

এনপি-১৩