অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি

সিলেট মিরর ডেস্ক


মে ১৫, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন



অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি

ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ বিকেলে তাঁর ছেলে আনন্দ জামান জানান, দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটায় করোনারি কেয়ার ইউনিট থেকে অধ্যাপক আনিসুজ্জামানকে ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

গত ২৭ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি ৮৩ বছরের এই অধ্যাপক কিডনি, ফুসফুস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন।

বিএ-১০