ভোক্তা অধিকারের পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২০
০৯:১৯ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৯:১৯ অপরাহ্ন



ভোক্তা অধিকারের পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার প্রকাশিত তার নমুনা পরীক্ষার ফলে করোনাভাইরাস ধরা পড়েছে বলে তিনি  নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।  

শাহরিয়ার বলেন, জ্বর সর্দিসহ কোভিড-১৯ এর আরো কিছু উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করান তিনি। জ্বরের জন্য প্যারাসিটামল খাচ্ছেন। আজ বৃহস্পতিবার জ্বরের তীব্রতা কিছুটা কমেছে। পরিস্থিতির অবনতি হলেই কেবল বাসা ছেড়ে হাসপাতাল যাবেন তিনি। আগে থেকেই হৃদরোগের সঙ্গে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকা শাহরিয়ার সবার দোয়া চেয়েছেন।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের চলমান তদারকি অভিযানে ঢাকা বিভাগের নেতৃত্ব দিয়ে আসছিলেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকারি ছুটির মধ্যেও শুক্র-শনিবারসহ সপ্তাহের প্রায় প্রতিদিনই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার বাজারে অভিযান পরিচালনা করে আসছে। 

শাহরিয়ার আক্রান্ত হওয়ার পর বাজার তদারকি অভিযান কীভাবে চলবে সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে বলে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। 

এনপি-০৫