ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ মাসের শিশু করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২০
০৬:০৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৬:০৮ পূর্বাহ্ন



ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ মাসের শিশু করোনা আক্রান্ত

এবার পাঁচ মাসের শিশু ও তার দাদির করোনা শনাক্ত হয়েছে। এর আগে ওই শিশুর বাবা করোনায় আক্রান্ত হন। তারা ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর গ্রামের বাসিন্দা। 

বুধবার (১৩ মে) সিভিল সার্জন মো. একরাম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার মোট ১৫৫ জনের ফলাফল আসে। এর মধ্যে ওই দুজনের পজেটিভ আসে। তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলা এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬২। এর মধ্যে দুজন মারা গেছেন। জেলা বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

বিএ-২০