লাখাই প্রতিনিধি
মে ১১, ২০২০
০৫:৫২ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন
হবিগঞ্জের লাখাইয়ে বাড়ির সীমানার মধ্যবর্তী নারকেল গাছের মালিকানা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহত যুবক উপজেলার সাতাউক গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে ছফিল মিয়া (৩২) ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাতাউক গ্রামের বাসিন্দা জানু মিয়া ও ধন মিয়ার বাড়ির সীমানার মধ্যবর্তী নারকেল গাছের মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল। এর জেরে গত শনিবার (৯ মে) রাতে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছফিল মিয়া (৩২) গুরুতর আহত হলে স্বজনরা তাকে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে রবিবার (১০ মে) ভোর সাড়ে ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এসসি/বিএ-০৭