ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
মে ০৪, ২০২০
০৯:৪৮ অপরাহ্ন
আপডেট : মে ০৪, ২০২০
০৯:৪৮ অপরাহ্ন
ইউরোপের দেশ মাল্টার মেলিয়ার হোয়াইট টাওয়ার এলাকায় একটি গুহাতে বেড়াতে গিয়ে সমুদ্রে লাফ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ফেঞ্চুগঞ্জের রাজনপুর গ্রামের কামনাশীষ চন্দ্র তন্ময় (২৫)।
নিখোঁজ তন্ময় উপজেলার রাজনপুর গ্রামের তপন চন্দ্রের ছেলে। তিনি চলতি বছরের জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় মাল্টায় যান। তন্ময়ের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই শুভাশীষ চন্দ্র সুদীপ।
তিনি মাল্টায় অবস্থান করা তন্ময়ের বন্ধু হৃদয়ের বরাত দিয়ে জানান, গত শনিবার (২ মে) মাল্টার সময় বিকেল ৪টার দিকে ড্রাগন পর্যটন এলাকায় ঘুরতে গিয়েছিলেন তন্ময়, হৃদয়, শাহাদাত ও আরও এক বন্ধু। বেড়ানোর একপর্যায়ে হৃদয় প্রথমে ড্রাগন গুহা থেকে লাফ দিয়ে সমুদ্রের পানিতে পড়েন। পরবর্তীতে তন্ময়ও গুহাতে লাফ দিয়ে পানিতে পড়েন। হৃদয় সমুদ্রের পানি থেকে উঠতে পারলেও তন্ময় উঠতে পারেননি।
জানা যায়, মাল্টার স্থানীয় উদ্ধার কর্মীরা শনিবার থেকে তন্ময়ের খোঁজে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও তন্ময়ের খোঁজ পাননি উদ্ধার কর্মীরা।
জেসি-০১/এনপি-০৩