ওসমানীনগর প্রতিনিধি
মে ০৪, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৪, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন
লকডাউন পরিস্থিতিতে জনসমাগম ঘটিয়ে যে কোন ধরণের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা থাকলেও ওসমানীনগরে প্যান্ডেল বেঁধে ঘটাকরে ইফতার মাহফিল করেছেন এক যুবদল নেতা। এ নিয়ে ওসমানীনগরে সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব সিরাজনগর গ্রামে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয় গত শনিবার। ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মী, প্রতিবেশিসহ দুশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনেকটা গোপনে আয়োজন করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফিলের একাধিক ছবি প্রকাশ পেলে এলাকা জুড়ে প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ভাইরাস সংক্রমণ কালে এ ধরণের আয়োজনকে মুর্খতার সামিল বলে অভিহিত করেছেন।
এ প্র্রসঙ্গে ইফতার মাহফিল আয়োজনকারী যুবদল নেতা তাজুল ইসলাম বলেন, বিষয়টা যেমন ভাবছেন তেমন নয়। বড় কোন পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়নি। শুধু আমার কিছু নিকট আত্মীয় স্বজন নিয়ে ইফতার করেছি।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, ইফতার মাহফিলের বিষয়ে আমরা কোনো কিছু জানি না। কেউ আমাদের কিছু অবগত করেনি। এ মুহূর্তে এমন আয়োজন অবশ্যই অনুচিত। খোঁজ নিয়ে দেখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, লকডাউনের মধ্যে জনসমাগম ঘটিয়ে যে কোন ধরণের অনুষ্ঠান সরকারী ভাবে নিষিদ্ধ করা হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে এমন কিছু করা যাবে না জনস্বাস্থ্যের জন্য হুমকী। এ ব্যপারে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
ইউডি/বিএ-১৩