বিশ্বনাথে অলংকারি ইউনিয়ন ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি


মে ০৪, ২০২০
০৬:৪৫ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
০৬:৪৫ পূর্বাহ্ন



বিশ্বনাথে অলংকারি ইউনিয়ন ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষ্যে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার নিদের্শে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন ছাত্রদল ও প্রবাসীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (০৩ মে) উপজেলার অলংকারি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় দেড়শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, এসময় ৫ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি চানা ও ১ লিটার তেল প্রদান করা হয়।

অলংকারি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ সুমনের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লিলু মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহমদ নূর উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর বিএনপির সদস্য ফরিদ মিয়া, আবু সুফিয়ান, প্রবাসী আবুল কালাম, আল-আমিন, সেচ্ছাসেবকদল নেতা আতিক মিয়া, যুবদল নেতা ইমরান আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল বাছির, আব্দুর রহমান, আব্দুল মুমিন, ময়নুল ইসলাম, অলংকারি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি খয়ের আহমদ, সহসভাপতি হোসেন আলী, শানুর মিয়া, যুগ্মসম্পাদক বুরহান উদ্দিন, আওলাদ আবু বকর, সাইদুল ইসলাম, আব্দুর রহমান ডালিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, সহসাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, নাজমুল ইসলাম, শাকিল, জসিম, শেখ ডালিম, নাজির, শাহেদ, মামুন, আরিফ ইসলাম প্রমুখ।

এমএএস/বিএ-১২