বিশ্বনাথ প্রতিনিধি
মে ০৪, ২০২০
০৬:৩৭ পূর্বাহ্ন
আপডেট : মে ০৪, ২০২০
০৬:৩৭ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও দেওকলস ইউপি বিএনপির সাবেক সভাপতি তাহিদ মিয়া (৫০) আর নেই।
তিনি আজ রবিবার (০৩ মে) বাদ যোহর সিলেট জালালবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-১ ছেলে, ৩ মেয়েসহ আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুত্বে এলাকায় শোকের ছায় নেমে এসেছে। শেষ বার তাকে একনজর দেখতে বেলা ৩টার পর থেকে লোকজন তার বাড়িতে ভিড় করেন।
এদিকে, বিকেল সাড়ে ৫টায় আলাপুরস্থ মরহুমের গ্রামের বাড়িতে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী, উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষকদলের যুগ্মসম্পাদক কবির হোসেন ধলা মিয়া, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, দেওকলস ইউপির প্যানেল চেয়ারম্যান-১ আজাদ মিয়া, বিএনপি নেতা মাছুম আহমদ মারুফ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য সহল আল রাজি, উপজেলার অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সমাজসেবক ইমাদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, দেওকলস ইউপি সদস্য শহিদুল ইসলাম, কিরণ মিয়া, দবিরুল ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, সমাজসেবক হেমিক উদ্দিন, উপজেলা জাপা নেতা আব্দুর রব, জয়নাল মিয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহবায়ক কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা আব্দুর রব সরকার, জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসম্পাদক শামছুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক আব্দুল মালিক সুমন, উপজেলা ছাত্রদল নেতা আলাল আহমদ, তারেক আহমদ খজির, রুমেল আহমদ, ইমরান আহমদ সুমন, মোহাম্মদ আলী, জে বি এস মিজান, আরশ আলী, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি আখতার আহমদ, সাধরণ সম্পাদক একে রাজু আহমদ, কলেজ ছাত্রদল নেতা আফজল হোসেন, এমদাদুর রহমান প্রমুখ।
মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ রাত ১০টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানাগেছে।
এমএএস/বি-১১