নিজস্ব প্রতিবেদক
মে ০৪, ২০২০
০২:০২ পূর্বাহ্ন
আপডেট : মে ০৪, ২০২০
০২:০২ পূর্বাহ্ন
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন চলছে। এর মধ্যেও সুদূর রংপুর থেকে মাইক্রোবাসে চড়ে সিলেটে আসলেন ৬ জন। শিক্ষাবোর্ডের স্টিকার লাগানো একটি মাইক্রোবাসে করে ৫ জন পুরুষ এবং একজন নারী রংপুর থেকে সিলেট নগরের আখালিয়ায় আসেন। তারা সবাই সুনামগঞ্জের ছাতকের একটি মাদরাসার শিক্ষক। পরে রাতেই পুলিশ তাদের ফিরিয়ে দেয়।
জানা যায় , গতকাল শবিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট আখালিয়া এলাকায় শিক্ষাবোর্ডের স্টিকার লাগানো যাত্রীবাহী একটি মাইক্রোবাস এসে একটি বাড়ির সামনে যাত্রীদের নামিয়ে দ্রুত চলে যায়। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ওই বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, রংপুর থেকে ৫ জন পুরুষ ও একজন নারী নিয়ে ওই গাড়িটি এসেছিল। এসময় এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশে খবর দিলে জালালাবাদ থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌছায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে যাত্রীরা জানান, তারা ৬ জন রংপুর থেকে এসেছেন। তারা সবাই ছাতকের একটি মাদরাসার শিক্ষক। এ সময় পুলিশ তাদের রংপুর ফিরে যাওয়ার নির্দেশ দেয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, গত রাত (শনিবার দিবাগত রাত) সাড়ে ১২টায় রংপুর থেকে ৬ জন সিলেটে আসেন। এলাকাবাসী খবর দিলে আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে পৌঁছাই এবং রাত ১টার দিকে তাদের পুনরায় রংপুরে ফেরত পাঠানো হয়।
এনএইচ-০১/এএফ-০৯