সিলেট মিরর ডেস্ক
মে ০৪, ২০২০
১২:০৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০৪, ২০২০
১২:২২ পূর্বাহ্ন
সিলেট নগরের শিবগঞ্জে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আশ্বাস্ত করলে শ্রমিকরা বিক্ষোভ থেকে সরে আসেন।
আজ রবিবার (৩ মে) সকালে নগরের শিবগঞ্জ পয়েন্ট এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করতে দেখা যায় স্থানীয় দিনমজুর ও শ্রমজীবীরা। এসময় শিবগঞ্জ এলাকায় যানজট তৈরি হয়।
বিক্ষোভ চলাকালে এ সড়ক দিয়ে যাচ্ছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের বিক্ষোভ করতে দেখে তিনি গাড়ি থেকে নেমে আসেন। এসময় শ্রমিকরা তার কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন। পরে মেয়র তাদের আশ্বস্ত করলে বিক্ষোভ বন্ধ করে সড়ক থেকে সরে যান তারা।
শ্রমজীবীদের বিক্ষোভের বিষয়টি স্বীকার করে সিলেট সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন জানান, আজ (রবিবার) সকালে শ্রমিকরা ত্রাণের দাবিতে শিবগঞ্জে বিক্ষোভ করেন। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী এসে তাদের আশ্বাস প্রদান করলে তারা বিক্ষোভ তুলে নেন।
এএফ-০৫