বাসায় চিকিৎসা নিচ্ছেন সিলেটের চিকিৎসক দম্পতি

নিজস্ব প্রতিবেদক


মে ০৩, ২০২০
১০:০৮ অপরাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন



বাসায় চিকিৎসা নিচ্ছেন সিলেটের চিকিৎসক দম্পতি

সিলেটে কভিড-১৯ আক্রান্ত চিকিৎসক দম্পতি নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। গত ২৭ এপ্রিল (সোমবার) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এই দম্পতির করোনা শনাক্ত হয়। এরপর থেকে তারা চিকিৎসকের পরামর্শে সুবিদবাজারস্থ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

জানা গেছে, আক্রান্ত দম্পতির মধ্যে স্বামী ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত এবং স্ত্রী নগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সম্প্রতি স্বামী ঢাকা থেকে সিলেট ফেরেন। গত সোমবার তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনেরই করোনাভাইরাস শনাক্ত হয়।

এদিকে, নগরের সুবিদবাজারস্থ ওই চিকিৎসক দম্পতির বাসার আশেপাশের আরও ১৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো শরীরেই করোনা ভাইরাস ধরা পড়েনি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বলেন, ‘ওই চিকিৎসক দম্পতি ভালো আছেন। তাই তাদের নিজ বাসাতেই চিকিৎসা নিতে বলা হয়েছে।’

 

এনসি-০২/এনপি-০৭