সিলেট বিভাগে ৩ লাখ পরিবার পাবে ২০ কেজি করে ত্রাণ

নিজস্ব প্রতিবেদক


মে ০৩, ২০২০
১২:০৭ অপরাহ্ন


আপডেট : মে ০৩, ২০২০
০১:৪০ অপরাহ্ন



সিলেট বিভাগে ৩ লাখ পরিবার পাবে ২০ কেজি করে ত্রাণ

মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন সিলেটের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জন্য আরও ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি  মে মাসেই সিলেট বিভাগের চার জেলার প্রায় ৩ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দিবে সরকার। প্রত্যেক পরিবারই পাবে ২০ কেজি খাদ্যসামগ্রী। এতদিন তাদের ১০ কেজি করে এই সহায়তা দেওয়া হচ্ছিল। সিলেটের কোন জেলায় কত পরিবার এই সহায়তা পাবে, তাও ঠিক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের তথ্য, পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্র্যের হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিষয় বিবেচনা করে মে মাসে সিলেটের চার জেলায় প্রায় ৩ লাখ পরিবারকে ত্রাণ দেওয়া হবে। এর মধ্যে সিলেট জেলায় ৯০ হাজার পরিবার, সুনামগঞ্জে ৭৫ হাজার পরিবার, হবিগঞ্জ ৭৫ হাজার পরিবার ও মৌলভীবাজারে প্রায় ৬০ হাজার পরিবার এই সহায়তা পাবে। 

সংশ্লিষ্টরা জানান, উপকারভোগীদের নামে করা কার্ডের ভিত্তিতে এই সহায়তা দেওয়া হবে। তবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিসহ ইতিমধ্যে যাঁরা বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না। তাঁরা তাঁদের কর্মসূচির সুবিধা পাবেন। এসব সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে যাঁরা ত্রাণের জন্য উপযুক্ত, তাঁদেরই ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে। আগামী জুন পর্যন্ত ত্রাণসহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি মাসে যাঁরা ত্রাণসহায়তা পেয়েছেন, মে মাসেও তাঁরা পাবেন। তবে তাঁদের মধ্যে যাঁরা অন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আছেন, তাঁরা এই ত্রাণের সুবিধা পাবেন না। আপাতত চিন্তা হলো জুন পর্যন্ত ত্রাণ সহায়তা দেওয়া।

 

এনসি-০১/এএফ-০২