বিশ্বনাথ প্রতিনিধি
মে ০৩, ২০২০
০৯:১২ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২০
০৯:১২ পূর্বাহ্ন
করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ থেকে আসা ৪জনের নমুনা সংগ্রহ করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা মেডিকেল টিম।
শনিবার (০২ মে) দুপুুরে উপজেলার সদর ইউনিয়ন থেকে ১জন ও রামপাশা ইউনিয়নের পুরানগাঁও থেকে নেয়া হয় ৩ জনের নমুনা। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।
তিনি বলেন, নমুনা সংগ্রহ করে পাঠানোর পর রিপোর্ট পেতে আমাদের সময় লাগছে ৭-৮ দিন। এ ক্ষেত্রে সকলের নমুনা না নিয়ে যাদের উপসর্গ রয়েছে তাদের নমুনা নিচ্ছি আমরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, এই মুর্হুতে সকলের নমুনা নেয়ার প্রয়োজন নেই। নায়রাণগঞ্জ ফেরত একই পরিবারের যাদের উপসর্গ বিদ্যমান তাদের ক’জনের নমুনা নিলেই বিষয়টি পরিস্কার হওয়া যাবে।
সূত্র জানায়, এবার নারায়ণগঞ্জ ফেরত ১৩ জনের মধ্যে কেবল ৪ জনেরই নমুনা নেয়া হয়েছে। নমুনা সংগ্রহ শেষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিবারের সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। করোনা সন্দেহে বিশ্বনাথে এ নিয়ে ৩৪ জনের নমুনা নেয়া হয়েছে। এর মধ্যে ২৭ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। অপেক্ষমান রয়েছে সদ্য নেয়া ৫ জনসহ ৭ জনের রিপোর্ট।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল ভোররাতে পণ্যপরিবহনের একটি ভ্যানে করে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসেন বিশ্বনাথের ১৩ নারী-পুরুষ। সকলেই রামপাশা ইউনিয়নের বাসিন্দা। খবর পেয়ে তাদের খাদ্যসামগ্রী দিয়ে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করে পুলিশ। চালক গা-ঢাকা দেয়ায় জব্দ করা হয় ভ্যান। এঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। দেখা দেয় করোনা সংক্রমণের ঝুঁকি।
এমএমএস/বিএ-১৭