নিজস্ব প্রতিবেদক
মে ০৩, ২০২০
০৮:০১ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২০
০৮:১৯ পূর্বাহ্ন
সিলেট বিভাগে নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন হবিগঞ্জের এবং দুইজন মৌলভীবাজারের। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৯ জন।
আজ শনিবার (২ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। আক্রান্তরা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার।
জেলায় নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত হয়েছেন জানিয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ সিলেট মিররকে বলেন, তাদের একজন কমলগঞ্জ, অন্যজন শ্রীমঙ্গলের বাসিন্দা।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘হবিগঞ্জে দুইজন নতুন করে শনাক্ত হয়েছেন। তাদের একজন লাখাই এবং অন্যজন বাহুবলের। এরমধ্যে লাখাই উপজেলায় আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রয়েছেন।’
এনসি-০৩/এএফ-১৭